Uncategorized

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের সমাপনী সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি জেলা শাখার আয়োজনে প্রকল্পের সমাপনি সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ- ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যানেজার এ এস কে আশরাফুল মাশরুদ শায়েখ খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মকর্তা মো: শোয়াইব আহমেদ।

শোয়াইব আহমেদ আহমেদ বলেন, আমাদের দেশে যে জনগোষ্ঠী আছে তাকে যদি দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করা যায় তাহলে দেশ বদলে যাবে। আমাদের দেশের মানুষ অত্যন্ত অদক্ষ। যার ফলে পৃথিবীব্যাপী আমাদের শ্রমমূল্য অনেক কম। ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচি সময়োপযোগী কর্মসূচি। এই কর্মসূচিকে যদি কাজে লাগানো যায় তাহলে একাধিক দক্ষ মানুষ তৈরী হবে। তাই এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে যথেষ্ঠ আন্তরিকতায়।

অনুষ্ঠানে আলোচনা করেন দেশ টিভি ও বিডিনিউজের সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। তিনি বলেন, বাংলাদেশের জন্মের সময়ের সাথেই ব্র্যাকের জন্ম। ব্র্যাকের প্রতিষ্ঠানগুলো থেকে হাজার হাজার দক্ষ সুদক্ষ জনগোষ্ঠী তৈরী হচ্ছে। এর প্রকল্পগুলো থেকেও একই ভাবে দক্ষ জনগোষ্ঠী তৈরী হচ্ছে। তবে যারা দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় যুক্ত হয়েছে তাদেরকেও যথাযথ আন্তরিকতায় নিজেদের তৈরী হওয়ার কাজটি করতে হবে।

তিনি ব্র্যাকের প্রতি অনুরোধ জানান, উপকারভোগীদের যেনো সময়োপযোগী প্রশিক্ষণগুলো যেনো দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সমাজসেবা কর্মকর্তা এমডি শরীফুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার শেখ শফিক উদ দৌলা সাগর, যুব উন্নয়নের কাজী সুবীর হাসান প্রমুখ।

ব্র্যাকের সাতক্ষীরা অফিসের সেক্টর স্পেশালিস্ট পারভীন আক্তার, দেবরঞ্জন বিশ^াস, আশা কর্মকর্তা আবু সাঈদ, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রাসেল ইসলাম, শরীফা খাতুন, রীমা খাতুন, সোহানা ইয়াসমিন, সোমাইয়া আক্তার, রাকেশ দাস, ওমর ফারুক, সাজিদ হোসেন, সুজিত কুমার মার তরফদার, অরুন কুমার সাহা, নাছিমা পারভিন।

ইউএনও শোয়াইব আরও বলেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি থেকে যে সকল প্রশিক্ষনার্থী দক্ষতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করছে তারা যেন হারিয়ে না যায়। ব্র্যাক যেন কর্মক্ষেত্রে তাদেরকে নিয়মিত করণের জন্য খোঁজখবর অব্যাহত রাখেন।

ব্র্যাক কর্মকর্তা এ এস কে আশরাফুল মাশরুদ শায়েখ খন্দকার বলেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্পটি জেলায় ২০২৩-২৪ অর্থবছর থেকে শুরু হয়। চলতি বছরের ২৫ ফ্রেব্রুয়ারী শেষ হবে। এই জেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্পের আওতায় শতাধিক সুফল ভোগীরা বর্তমানে বিভিন্ন কর্ম ক্ষেত্রে কর্মরত আছে। আগামী দিনেও প্রকল্পটি বাস্তবায়িত হলে আরও অনেকে প্রশিক্ষণ পেয়ে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *