আইন আদালতসদর

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ও সহকারী সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের নবগঠিত কমিটির পক্ষ থেকে ১২ ফেব্রুয়ারি বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল ইসলাম এবং আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

এসময় জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এম শাহ আলম নবগঠিত আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।এসময় তিনি দেশের এই সংকটময় মুহূর্তেও আদালত পাড়ার বিভিন্ন দপ্তরের ঘুষ, অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

তিনি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ের আওতাধীন আদালত সমূহ বর্জনের বিষয়ে কথা বলেন। দীর্ঘদিন ধরে আইনজীবী সমিতির পক্ষ থেকে ডিসি কোর্ট বর্জন থাকলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমেন সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় তিনি আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের উন্নয়নে সব ধরনের সহযোগিতার পাশাপাশি উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের সভাপতি বি এম বাবলুর রহমান, সহ-সভাপতি শাহাজান কবীর,

সাধারণ সম্পাদক জি এম আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল,সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ, অর্থ সম্পাদক মো. আবুল বাশার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শামীম আক্তার মিরান মুকুল,প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, শেখ বেলাল হোসেন, মো.বাবলু শেখ, মো. মফিজুল ইসলাম, মো. রুহুল আমীন নয়ন ও আল আমিন হোসেনসহ সকল সদস্যবৃদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *