সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো যুব উৎসব-২০২৫
নাজমুল আলম মুন্না: “আস্থার দীপ্তি-তারুণ্যের মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো যুব উৎসব -২০২৫।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা যুব ফোরাম ও সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রূপান্তরের সহযোগীতায় এ যুব উৎসব অনুষ্ঠিত হয়।
রূপান্তরের আস্থা প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে যুব উৎসবটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
‘শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান ও সদর উপজেলা যুব ফোরামের সদস্য তামান্না জাবরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচীব আসাদুল্লা আল মাসুদ।
আলোচনা সভা শেষে সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচলক সঞ্জিত কুমার দাস। প্যানেল আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন দেবহাটা উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক সুমাইয়া পারভীন রিজমা ও আশাশুনি উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক আসাদুল্লা আল মাসুদ।
এছাড়া বিকাল ৩ টায় উপজেলা ভিত্তিক স্টল প্রদর্শনী ও অন্যন্য প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, রূপান্তরের আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী প্রমুখ। এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সচেতন, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিলো যুব উৎসবের মূল উদ্দেশ্য।
আলোচনা ও সেমিনার শেষে শিল্পকলা একাডেমির মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

