কলারোয়ায় T-20 ক্রিকেট টূর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমির জয়
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T, C,C কাপ T-20 ক্রিকেট টূর্নামেন্টের ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমী বনাম যশোর বিমান বাহিনী ক্রিকেট একাদশ।
টসে জয়লাভ করে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তূর্য ৬৩ (২৭) ও আশিক ৫৭, শামিম ১২ বলে ৩০ রান করে। যশোরের পক্ষে বায়েজিদ ৩ ও খলিল ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে ২২৩ রানের লক্ষ্যে সব কয়টি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
ফলে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৩১ রানে জয়লাভ করে। সাতক্ষীরার পক্ষে হ্যাট্রিক সহ ৫ উইকেট লাভ করে রমজান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। যশোর বিমান বাহিনী ক্রিকেট একাদশ কে হারিয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম সালিফ – রামিনা ক্রীড়া ফাউন্ডেশন, বজ্রবাকসা।
খেলা টি উপভোগ করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম নুরানী, মাহমুদ উল ইসলাম বাবলু, মেহেদী হাসান বাপ্পি,মিলন, ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ ওহাব মামুন, ও শেখ শাহাজাহান আলী শাহিন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, স্কোরারের দায়িত্বে ছিলেন সাংবাদিক মোঃ ফাহিম ও আবু রায়হান।