কালিগঞ্জে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারপিট: মাদকাসক্ত যুবক আটক
কালিগঞ্জ প্রতিনিধি: পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় বিপ্লব সরকার নামে এক মাদকাসক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশের হাতে আটককৃত মাদকাসক্ত বিপ্লব সরকার (২৬) গোবিন্দ কাটি গ্রামের অরবিন্দু সরকারের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায় গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকারের সাথে একই এলাকার মাদকাসক্ত বিপ্লব সরকারের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে বুধবার বেলা আনুমানিক ১১ টার দিকে বিপ্লব সরকার হঠাৎ করে বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষে ঢুকে প্রকাশ্যে এলোপাতাড়ি মারপিট শুরু করে ।
ওই সময় খবর পেয়ে অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী ‘রা এসে মাদকাসক্ত বিপ্লবকে ধরে গণধোলাই দিয়ে থানায় খবর দেয় । খবর পেয়ে থানার উপ পরিদর্শক প্রদীপ সরকার ঘটনাস্থলে যেয়ে বিপ্লবকে আটক করে থানায় নিয়ে যায়।
উক্ত ঘটনার সত্যতা জানার জন্য থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান জনরোস থেকে বাঁচাতে বিপ্লবকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।