পাইকগাছা

রাত পোহালেই পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আগামী কাল ১ফ্রেঃ শনিবার পাইকগাছায় জাতীয় স্বর্নপদকপ্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন সংশ্লিষ্টরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনে সভাপতি-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থীসহ ১২পদে মোট ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৯৬৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সকল প্রার্থীরা মর্যাদার লড়াইয়ে নেমেছেন।

এবারের নির্বাচনে ভোটাররা ভবির্ষ্যতে ঐতিহ্যবাহী এ সমিতির অর্থনৈতিক সমৃদ্ধি, আয়-ব্যয়ে শৃঙ্খলা, ব্যবসায়িক নিরাপত্তাসহ নানান বিষয়ে মনযোগ দিয়েছেন।

অনুসন্ধানে জানাগেছে, সভাপতি পদে ( ছাতা) প্রতিকের প্রার্থী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু এগিয়ে রয়েছেন। সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি জি,এম শুকুরুজ্জামান ( আনারস) ও সাবেক সভাপতি মোর্তজা জামাল আলমগীর রুলু ( ছাতা) সহ-সভাপতি সোহেল রাশেদ (জনি) (মোরগ) ও আবুল কালাম আজাদ (ফুটবল) , সম্পাদক পদে সমিতির বর্তমান সস্পাদক শেখ ফজলুর রহমান ( মাছ) ও শেখ মুরশাফুল আলম ( হরিণ), কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন , (দেওয়াল ঘড়ি)ও মোঃ হাবিবুর রহমান মুসা , (হাতপাখা )ও ১১ পরিচালক পদসহ ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভোটে সবগুলো পদই গুরুত্বপূর্ণ হলেও মূল আলোচনার কেন্দ্র বিন্দুতে সভাপতি পদের নির্বাচন নিয়ে। কে হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি। বর্তমান না সাবেক? শেষ মুহুর্তে পর্যবেক্ষক মহল ও ভোটারারা চুল-চেরা বিশ্লেষণ করছেন। সভাপতি পদের দু’ প্রার্থীই অভিজ্ঞ, দক্ষ ও পরীক্ষিত ও সদালাপী।

তবে বর্তমান সভাপতি জি,এম শুকুরুজ্জামান এর চেয়ে সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু’র দায়িত্ব পালনের অভিজ্ঞতা অনেক বেশি। তিনি এবারের নির্বাচন দিয়ে পঞ্চম বারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন। এর আগে ৪ বার সভাপতি ও ১ বার পরিচালক ছিলেন। ২০০৬ সালে প্রথম বার সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩ বার সভাপতি’র দায়িত্ব পালন করেন।

অপরদিকে জি,এম শুকুরুজ্জামান এর পুর্বে ১ বার সহ সভাপতি ও ২ বার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ নির্বাচনে জয়ের ব্যাপারে দু’জনই যথেষ্ট আশাবাদী।

পৌর বাজার কেন্দ্রিক নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছোট-বড় ব্যবসায়ী জানান,সভাপতি পদে দু’প্রার্থী যোগ্য ও পরিক্ষিত। তবে বিশেষ করে গত ৫ আগস্টে সরকার পতনে রাজনৈতিক পটপরিবর্তনে উদ্ভুত পরিস্থিতিতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় শুকুরুজ্জামানের চেয়েও মোর্তজা জামান আলমগীর রুলু রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে সাহসী ভূমিকা পালন করেন।

তবে শেষ মুহুর্তে নির্বাচনের চুড়ান্ত ফলাফল কি হয় সেটা এখন দেখার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *