Uncategorized

চা পানের সঠিক সময় কখন?

জীবনযাপন ডেস্ক: চা পান করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ডায়াবেটিসের ভয়ে প্রয়োজনে চিনি খাবেন না, তবুও চা ছাড়বেন না এমন মানুষও আছে। প্রচণ্ড মনখারাপ এবং বিগড়ে যাওয়া মেজাজ ঠিক করতেই চায়ে চুমুক দেন অধিকাংশরা। এছাড়া ঘরে-বাইরে, বন্ধুদের সঙ্গে আড্ডা, সহকর্মীদের সঙ্গে আড্ডাসহ ব্যক্তিগত ও রাজনৈতিক আলাপচারিতাও চা ছাড়া ভাবা যায় না।

প্রিয়জনের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও চা ছাড়া জমে না। সারা দিন কয়েক কাপ চা পানের অভ্যাস অনেকেরই আছে।

এমনিতে চা পান খারাপ নয়। কিন্তু কিছু ভুল অভ্যাসে শরীর বিগড়ে যেতে পারে। তাই চা পান করার সঠিক সময় জানতে হবে। নয়তো নিজের ভুলে নিজেকেই কষ্ট পেতে হবে।

অফিস থেকে ফিরে হাত-মুখ ধুয়ে এক কাপ চা পান না করলে শরীর ঠিক চাঙ্গা হয় না। ফিরতে যত রাতই হোক, চা অনেকেই হাতে চায়ের কাপ নিয়ে বসে পড়েন। আবার রাত জাগার জন্যেও অনেকে বার বার চা পান করেন। চিকিৎসকেরা মনে করেন, রাতে চা পানের অভ্যাস একেবারেই ভালো নয়। চায়ে থাকা থিয়োফাইলিনস দীর্ঘ ক্ষণ মস্তিষ্ককে সক্রিয় রাখে। এজন্য রাতে চা পান করলে সহজে ঘুম আসে না। রাতে চা পানের অভ্যাসে অনিদ্রা রোগ দেখা দিতে পারে।

রাতে চা পান করুন, তবে ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে চা পান করুন।

ভারী খাবারের সঙ্গে চা পান করবেন না। চিকিৎসকেরা মনে করেন, এতে প্রথমত হজমের গণ্ডগোল দেখা দেয়। এছাড়াও শরীরে আয়রনের পরিমাণ কমে যায়। ঝুঁকি বাড়ে অ্যানিমিয়ার। ভারি খাবারের সঙ্গে চা পান করলে লিভারেরও নানা সমস্যা হতে পারে। তাই ভাত, রুটি, বিরিয়ানি বা অন্য কোনো ভারী খাবারের সঙ্গে চা না পান করা শ্রেয়।

ঘুম থেকে উঠেই অনেকে খালি পেটে চা পান করেন। এতে ঘুম ও আলসেমি কাটলেও অম্বল হওয়ার ঝুঁকি থাকে। খালি পেটে গরম চা পান করা একেবারেই স্বাস্থ্যকর নয়। এর ফলে পেপটিক আলসার, গ্যাস-অম্বল হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকদের মতে, ঘুম থেকে উঠে প্রথমেই চায়ের কাপে চুমুক না দিয়ে বরং একটা বিস্কুট খেয়ে তার পর চা পান করা ভালো।

পুষ্টিবিদরা মনে করেন চা পানের সঠিক সময় হলো সকাল। সকালে কাজ শুরুর আগে চা পান করতে পারেন। চায়ে থাকা ক্যাফেইন শরীর চাঙা রাখে। তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পর চা পান করবেন।

দুই বেলার খাবার খাওয়ার মাঝের সময়ে চা পান করা যাবে। তবে যাদের গ্যাস্ট্রিক, পেপটিক আলসার আছে তাদের চা পানে সর্তক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *