শ্যামনগরে ভারতীয় ঔষধ ও মোবাইলের ডিসপ্লেসহ একজন গ্রে*ফ*তা*র
সুলতান শাহাজান, শ্যামনগর: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ঔষধ ও মোবাইলের ডিসপ্লেসহ একজনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ইসমাঈলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি জয়দেব দেবনাথ (৩৯) সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরা নাথপাড়া এলাকার হারান দেবনাথের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা এ তথ্য জানান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর এলাকার মুন্না মার্কেটের সামনে অভিযান চালিয়ে ওইসব ভারতীয় পণ্য সহ একজনকে গ্রেফতার করা হয়। এইসব পণ্য ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছে। এর মধ্যে নয় ধরনের পণ্য রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। শুল্ক ফাঁকি এসব পণ্য ভারত থেকে আনা হয়েছে। এসব তথ্য স্থানীয়ভাবে যাচাই করেছে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় চোরাইমাল আটক হয় কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। চোরাকারবারী চক্রের মাধ্যমে শ্যামনগরের সীমান্ত দিয়ে পণ্য আসে। পরে সেটি দেশের বিভিন্ন বাজারে যায়। তাদের কয়েকটি সংঘবদ্ধ চোরাচালান চক্র বিভিন্ন সময় ভারতীয় সীমান্ত পথে অবৈধ ভাবে মাদক, গরু ও ভারতীয় ঔষধ সামগ্রীসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে চড়া মূল্যে বিক্রি করে থাকে।
এ ক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে বলে জানান স্থানীয়রা। এই চক্রের প্রতিটি ধাপে লোক আছে। তদন্তের মাধ্যমে মূলহোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।