বি.ডি.এফ প্রেসক্লাবে ‘পত্রদূত’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক পত্রদূত পত্রিকার ৩০পেরিয়ে ৩১বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ প্রেসক্লাবের সহ- সভাপতি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকের সভাপতিত্বে ও বি ডি এফ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মাজেদের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু, পিওর ক্রপস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক আবু জাফর মো. সালেহ, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল ও প্রচার সম্পাদক মোঃ মামুন হোসেন। সদর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো: মোশাররফ হোসেন।
সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন- দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার (মধু), মো: হোসেন আলী,এস এম বিপ্লব হোসেন, এস এম হাবিবুল হাসান, মো: ইব্রাহিম খলিল, বি.ডি.এফ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুল, সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী,শিক্ষক, বিডিএফ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম জয়নাল, অর্থ সম্পাদক এস এম শরিফুল আলম রানা, ইমরান হোসেন, সুজন ঘোষ, আসাদুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি,এম আমিনুল হক।