কালিগঞ্জ

কালিগঞ্জে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক’ কর্মশালা

এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: ‘এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা।

উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পুর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জামায়াত নেতা সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাফিয়া পারভীন, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক গাইন, গোবিন্দ মন্ডল, শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, এম আলিম আল রাজি টোকন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কালিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হায়াত আলী, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল গফুর, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসাইন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক আমীর হামজা, শেখ রাকিবুর জামান রাকিব, আবু ইসা, মারুফ হাসান, তাসলিমুর হাসান রাফি, ইমতিয়াজ হোসেন, মোছা. রেবেকা, মোছা. বিউটিসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *