খেলাধূলাতালা

তালায় তারুণ্যের উৎসব: দ্বিতীয় দিনের ফুটবল ও ক্রিকেট খেলা

এম এ মান্নান, তালা: “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তালায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ও ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ শে জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৬ ইউনিয়নের ছাত্র জনতা সর্ব স্থানের মানুষের সমন্বয়ে দ্বিতীয় দিনের ক্রিকেট খেলায় তেঁতুলিয়া বনাম ধানদিয়ার মধ্য তেঁতুলিয়া বিজয়ী, মাগুরা বনাম নগরঘাটার খেলায় মাগুরা বিজয়ী,সরুলিয়া বনাম খেশরার খেলায় খেশরা বিজয়ী। ফুটবল প্রতিযোগিতায় তেঁতুলিয়া ও খেশরা,মাগুরা বিজয়ী হন।

দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতি সরকার রায়,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব। ম্যাচ পরিচালনা করেন, সহকারী শিক্ষক আফজাল হোসেন,মাহাফুজুর রহমান,কলিম উদ্দীন সরদার,মশিয়ার রহমান,কৃঞ্চপদ বৈদ্য ,গঙ্গারাম বর্মন। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *