তালা

তালায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা

সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্বব্যাংক এবং পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের আওতায় তালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক খাইরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, বিসিক সাতক্ষীরা উপব্যবস্থাপক গৌরব দাস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার  ডা: মহুয়া মেহেনাজ মুন, অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হাকিম বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সাংবাদিক সেলিম হায়দার গাজী জাহিদুর রহমান, ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেনসহ প্রমুখ।

অবহিতকরণ সভার মাধ্যমে চার বছর মেয়াদী প্রকল্পটির লক্ষ্য উদ্দেশ্য অতিথিদের কাছে তুলে ধরা হয়।  এর পাশাপাশি প্রকল্পের সমস্যার সম্ভাবনার ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর সহযোগিতায় চার বছর মেয়াদি প্রকল্পটি মাধ্যমেগাভী পালনকারী খামারীদের আরইসিপি বাস্তবায়নে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *