তালা

তালায় ব্রাকের অবহিতকরণ সভা

বিশেষ প্রতিনিধি, তালা: তালায় জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকার যুবদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ” ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস ” প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা কৃষি অফিস সভা কক্ষে ব্রাক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক তানজিলা শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

তালা ব্রাকের এসোসিয়েট কর্মকর্তা ফারজানা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়,যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, তালা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ হাকিম, এম এ ফয়সাল প্রমুখ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত তালা উপজেলা এলাকার ১৮ থেকে ৩৫ বছরের যুবদের নিয়ে উক্ত উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প জীবিকা উৎস সৃষ্টির লক্ষে ৫০ জন কিশোর কিশোরী কে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *