শ্যামনগর

শ্যামনগরে জমি বিরোধে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন- ভেটখালী গ্রামের হরেন্দ্র নাথ সরদারের পুত্র সঞ্জয় সরদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল (এম,এ) মাদ্রাসার ভেটখালী মৌজায় ৭৮০/১৪৫১ দাগে ১৬.৫৫ একর জমি আছে। এই সম্পত্তিতে তিনি ঘের মালিক হিসাবে পরিচালনা করে আসছেন । যা ১৯৮৪ সালে হাজ্বী আব্দুস সাত্তার ও বাহার আলী রেজিঃ দানপত্র দলিল মূলে মাদ্রাসা বরাবর দান করেন। মাদ্রাসার জমি দেখাশুনা করার জন্য ম্যানেজিং কমিটি অন্যতম সদস্য আব্দুস সালাম সরদার কে দায়িত্ব প্রদান করা হয়। তিনি জমির হারীর টাকা মাদ্রাসা বরাবর যথানিয়মে প্রদান করেন।

মাদ্রাসার জমি ইতিপূর্বে নেছার উদ্দীন ভাঙ্গী লীজ ডিডের মাধ্যমে ঘের পরিচালনা করত। তার মৃত্যুর পর তার পুত্র মাদ্রাসার জমির প্রতিপক্ষ তোফাজ্জেল হোসেন, আব্দুল খালেক ভাঙ্গী সহ অন্যান্যরা আত্মসাৎ করতে চেষ্টা করছেন। মাদ্রাসা পক্ষ ১৯৮৪ সাল থেকে অদ্যবধি ভেটখালী মৌজায় ৭৮০/১৪৫১ দাগে ১৬.৫৫ একর জমি ভোগদখলে আছে। বর্তমানে প্রতিপক্ষরা জবর দখলের অপচেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *