জীবনযাপনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্য উৎসব ২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ২৫) বেলা ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ডা: মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ মহিবুল্লাহ। অনুষ্ঠান বক্তব্য রাখেন, মোহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান, সহকারি অধ্যাপক রায়হানুল কবির , রফিকুল ইসলাম, আলাউদ্দিন, মাওঃ আজিজুল আলম, প্রভাষক মাহমুদা আখতারী ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ মোবাশিরুজ্জামান, জোবায়েরুল ইসলাম, মাওঃ সিরাজুল ইসলাম, অহিদুজ্জামান, জাকিয়া সুলতানা, মরিয়াম, কৃষ্ণা কাভেরি মন্ডল, দৃপ্তী মন্ডল, সেলিনা খাতুন ও হুরে মদিনা সহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো সেক্টরে পিছিয়ে নেই। একজন জেনারেল শিক্ষার্থীদের সাথে সমান তালে মাদ্রাসার শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে।

খেলা ধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে আরো অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *