জীবনযাপনশিক্ষাঙ্গনসদর

নবারুণ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি ) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শীতের সকালে উষ্ণতায় আবেশে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধারণ করে নানান সাজে কোমলমতি শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো। নাচে,গানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয় শিক্ষার্থীরা।

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজকিন আহমেদ চিশতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক সাবিনা শারমিন, মোঃ আকতারুজ্জামান, মামা তৈবুর রহমান, শাহিনা পারভীন, কবীর আহমদ, এস এম নওরোজ, এ এইচ এম শামীম পারভেজ সহ সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *