জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কলারোয়ায় আলোচনা, শোভাযাত্রা ও দোয়ানুষ্ঠান
এসএম ফারুক হোসেন, কলারোয়া: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনাসভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে রবিবার সকালে বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবের বাসভবনের সামনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি এসময় বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্ট্রপতি হওয়ার পর পার্লামেন্টে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ছিলেন। দেশের সকল ক্রান্তিকাল উত্তরণে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান জাতির দিশারি হিসেবে কাজ করেছেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রকিব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশারাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।