শ্যামনগর

শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ পাঠ করেন-টেংরাখালী গ্রামের নেছার উদ্দীন ভাঙ্গীর পুত্র আব্দুল খালেক ভাঙ্গী (৫৫)।

তিনি লিখিত বক্তব্যে জানান, শ্যামনগর উপজেলাধীন ০৬ নং রমজাননগর ইউনিয়নের জে, এল ৭৮ নং ভেটখালী মৌজার ১/৬২ নং খতিয়ানে ৭৮০/১৪৫১, ১৩০১/১৩৮৮, ৭২৪ নং দাগে ৫.৩৭ একর জমি তিনি রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে ধান্য ও মৎস্য চাষাবাদের মাধ্যমে ১৯৯০ সাল থেকে অদ্যবধি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু তার প্রতিপক্ষ আব্দুস সালাম সরদার, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুল হক ভাঙ্গী, নাসির উদ্দীন ভাঙ্গী শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার মানসে দীর্ঘদিন যাবৎ জবর দখলের প্রচেষ্টায় শত্রুতা পোষন করে আসছে।

এবিষয়ে বিজ্ঞ দেওয়ানী ১৪/২০২১ নং মামলায় বিচারাধীন থাকাবস্থায় প্রতিপক্ষদের অনধিকার প্রবেশে গত ইং- ২৪/১১/২০২৪ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী হয়েছে। কিন্তু তারা ইহা অমান্য করে গত ইং- ১৭/০১/২০২৫ তারিখ রোজ- শুক্রবার, সকাল আনু: ১০.০০ ঘটিকার সময় এ জমিতে অন্যায় অনধিকার প্রবেশ করে জবর দখলের চেষ্টা করেছে। তখন তিনি সহ তার লোকজন তাদের অবৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনা অতিবাহিত হওয়ার পর তিনি থানায় অভিযোগ দেওয়ার জন্য আসায় গত ইং- ১৮/০১/২০২৫ তারিখ শ্যামনগর থানা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের লক্ষ্যে রাস্তার উপর আসা মাত্রই আব্দুস সালাম সরদার সহ তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে তার পথ গতিরোধ করে এলোপাতাড়ী ভাবে আমার শরীরের বিভিন্ন স্থানে চড়, কিল, ঘুষি মারে।

আব্দুস সালাম প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে, তিনি যদি ঐ জমির ত্রিসীমানায় যায় তাহলে খুনজখম করে লাশ গুম করবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করার অভিযোগ উঠে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *