নলতায় জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) বিকেল ৪টায় নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ কম্বল বিতরণ করেন। নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন শাখার নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, জামায়াত নেতা নিজামুদ্দিন, আশিকুর রহমান প্রমুখ। এ সময় ২৫টি দুস্থ পরিবারকে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।