কলারোয়া

কলারোয়ায় ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা

‎এস এম ফারুক হোসেন কলারোয়া: কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসায় ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা প্রদান ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় মাদ্রাসার হলরুমে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমের সংবর্ধনা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীর্তি দমন কমিশনের পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম (স্পেশাল ইনভেস্টিগেশন -২)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ,অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, বি,এন,পি নেতা  মোঃ ইয়াছিন আলী, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সভাপতি খান মোঃ সাফায়েতুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ গফফার, সহকারী অধ্যাপক আল মামুন, অবসরপ্রাপ্ত অগ্রনী ব্যাংক ডি,জি,এম মোঃ সিরাজুল হক, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান,বিশিষ্ট সমাজসেবক আঃ গফুর খোকন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম,  সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন  মাও তৌহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

প্রধান অতিথি ড. খান মিজানুল ইসলাম সেলিম‎ Islamic Criminal Law and  Law of Crime in Bangladesh in Preventing Corruption:A Comparative Study ‎(দুর্নীতি প্রতিরোধে ইসলামের দুর্নীতি প্রতিরোধ আইন ও বাংলাদেশের অপরাধ আইন: একটি তুলনামূলক অধ্যয়ন) এই বিষয়ের উপর পি,এইচ,ডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বলেন, বাংলাদেশের আইন নিয়ে গবেষণা করতে দেখি, আইনের অনেক বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে গবেষণা করে তুলনামূলক ইসলামের দিক গুলো আমার থিসিস বুকে তুলে আলোচনা করেছি। তিনি কলারোয়া আলিয়া মাদ্রাসার লাইব্রেরীর জন্য একটি থিসিস পেপার উপহার দেন এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *