ক্যান্সারে আক্রান্ত হয়ে কালিগঞ্জে কলেজ ছাত্রের মৃ/ত্যু, জানাযা সম্পন্ন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে কলেজ ছাত্র রায়হান সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। কালিগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষে অসহায়ের মত নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত্র সাড়ে ৯ টার সময় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। কলেজ ছাত্র রায়হান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি জাহাঙ্গীর হোসেনের ছেলে।
শনিবার বাদ জোহর কালিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা সম্পন্ন করে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানা যায় এলাকার শত-শত ধর্ম প্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।