কালিগঞ্জে বন্ধু ফোরামের বার্ষিক সভা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে বন্ধু ফোরামের বার্ষিক সভা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় সুশীলন মিলনায়তনে সংগঠনের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাঞ্জল সব অনূভুতি প্রকাশ করেন একুশ বন্ধু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
অনুষ্ঠানে বন্ধুদের শ্রদ্ধাভাজন দুই শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক গাজী আজিজুর রহমান ও প্রাক্তন শিক্ষক নুর ইসলামকে সম্মাননা স্মারক সূচক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন দেশ টিভি ও বিডি নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
সঙ্গীত শিল্পী কনিকা সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান।
সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমানের অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন মোস্তফা আক্তারুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সুকুমার দাস বাচ্চু। অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রিয়াঙ্কা বিশ্বাস, ইলা মল্লিক।
স্থানীয় খাবারে ঐতিহ্যবাহী নৈশভোজ শৈশবের স্মৃতি স্মরণে আলোচনার পাশাপাশি পূরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে আলোচনা করেন, সাংবাদিক সাইফুল বারী সফু, ব্যাবসায়ী নেতা হাজী শেখ রিয়াজুল ইসলাম, শেখ আবু তাহের, আর সৈয়দ মাহমুদুর রহমান, অমল কুমার সরকার, আবু আব্দুল্লাহ আল হাসান, ডাক্তার রফিকুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শাহরিয়ার খান রিপন, খান জাহিদুল ইসলাম, শেখ জাকির আহমেদ বাবু, শেখ জাহাঙ্গীর আলম, শেখ গোলাম আয়ুব জুলুম, আব্দুল করিম মামুন, মাহফুজুল্লাহ।