কলারোয়ায় পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
কলারোয়ায় পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
এসএম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পশুহাট মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি শেখ সেলিম হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি শাহাদাত ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য তৌহিদুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক সবুজ হোসেন, ক্রীড়া সম্পাদক তুহিনুর রহমান, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, হাফিজুর রহমান ও আলী হোসেন।
এ সময় পরিবেশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।