জীবনযাপনসদর

সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ইব্রাহিম হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ন সাধারন সম্পাদক মুনছুর আলি, প্রচার সম্পাদক মিহির সাহা, হযরত আলি, রজব আলি, মইনুল ইসলাম, শিব প্রসাদ, আহাদ আলি মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে ৪ লাখ ৭০ হাজার রেস্তোরা রয়েছে। তাদের আগে ভ্যাট দিতে হতো ৫ পার্সেন্ট। এখন সেটা ১৫ পার্সেন্ট করা হয়েছে। এটা অমানবিক। বক্তারা অবিলম্বে রেস্তোরাঁর উপর ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *