শ্যামনগর

শ্যামনগরের ৫ রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দিচ্ছে

স্টাফ রিপোর্টার: শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ৫ রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেয়া শুরু করেছেন। ১৫ জানুয়ারি সকালে কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রহমান ও রোভার স্কাউট নেতা মুহা. আব্দুল্লাহ আল আমিন ৫ রোভার স্কাউটকে বিদায় জানান।

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও ফিরোজ হোসেন।

সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার জানান, রোভার স্কাউট এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবো। ১৫ জানুয়ারি রাতে সরকারি খানবাহাদুর আহসানউল্লা কলেজে, ১৬ জানুয়ারি রাতে কুমিরা মহিলা কলেজে, ১৭ জানুয়ারি চুকনগর ডিগ্রি কলেজে, ১৮ জানুয়ারি রাতে মেট্রোপলিটন কলেজ, খুলনায় এবং ১৯ জানুয়ারি রাতে বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে গিয়ে অবস্থান করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *