দেবহাটার ৫ ইউনিয়নে বিএনপি’র নতুন কমিটি ঘোষণা
মাহমুদুল হাসান শাওন: দেবহাটায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে নতুন করে আহŸায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনটির উপজেলা কার্যালয়ে সদ্য অনুমোদিত কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক ডাকসু ভিপি ও সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন সিদ্দিকী।
কমিটি ঘোষণাকালে বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী বলেন, দেবহাটায় বিএনপির কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যেই উপজেলার ৫টি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহŸায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। তাছাড়া জনপ্রত্যাশা পূরণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলের দীর্ধদিনের ত্যাগী, পরিক্ষিত ও স্বচ্ছ ইমেজের নেতাকর্মীদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানান তিনি।
তন্মধ্যে উপজেলার কুলিয়া ইউনিয়নে অ্যাড. জাহাঙ্গীর কবির বাবুকে আহŸায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব, পারুলিয়া ইউনিয়নে আব্দুল বারীকে আহŸায়ক ও হাসান শরাফিকে সদস্য সচিব, সখিপুর ইউনিয়নে আলহাজ্ব জাকির হোসেনকে আহŸায়ক ও আবুল হোসেন বকুলকে সদস্য সচিব, নওয়াপাড়া ইউনিয়নে মাসুম বিল্লাহকে আহŸায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব এবং দেবহাটা সদর ইউনিয়নে আব্দুস সাত্তারকে আহŸায়ক ও রফিকুল ইসলাম মন্টুকে সদস্য সচিব মনোনীত করে ৫টি ইউনিয়নের কমিটি অনুমোদন পরবর্তী ঘোষণা দেয়া হয়েছে। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নে ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নব-কমিটির নেতাকর্মীরা।