সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর উদ্যোগে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর উদ্যোগে অসহায় হতদরিদ্র শীতার্তমানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবে হতদরিদ্র শীতার্তমানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ক্লাবের কর্মকর্তা শহিদুল ইসলাম, নাহিদ হোসেন, রাশেদুজ্জামান রাশি, সাহেব আলী, আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন জানান, ছিন্নমূল ও দরিদ্র শীতার্ত মানুষের দুর্ভোগ মেটাতে প্রতি বছরের ন্যায় এবারও সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে গিয়ে শতাধিক কম্বল বিতরণ করা হচ্ছে।