আইন আদালতজাতীয়দেবহাটারাজনীতি

ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদল্যায়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেনজির হোসেন নিশিকে হাজির করে পুলিশ। এর পর মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিমের ডিবির এসআই মো. ইরফান খান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জি এম ফারহান ইশতিয়াক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *