ভোমরা স্থলবন্দরে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ক্যাম্প
স্টাফ রিপোর্টার: ভারতে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানুমো (এইচএমপিভি) ভাইরাস প্রািতরোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের জন্য গত শুক্রবার থেকে স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে।
ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা সদর হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ জানান, ভারতে সম্প্রতি এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ওই ভাইরাসের আক্রমণ ক্ষমতা কোভিড-১৯ এর চেয়ে কম হলেও পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরে যাতায়াত বাধ্যতামূলক করা হয়েছে। সকল যাত্রীকে যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে।
গত শুক্রবার থেকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা টা পর্যন্ত এ ইমিগ্রেশনের মাধ্যমে যাতায়াতকারি ৪০৫ জনকে পরীক্ষা করা হলেও কোন এইচএমপিভি ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে তাকে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।