অধ্যক্ষ আবু আহমেদের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
বিশেষ প্রতিনিধি তালা: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের মাতা দিলারা খাতুন (৯৭) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার বাদ আছর পলাশপোল (রসুলপুর) গোরস্তান মসজিদে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের আহ্বায়ক এমএ হাকিম, সদস্য সচিব সেলিম হায়দার যুগ্ন আহ্বায়ক এম এ ফয়সাল, গাজী জাহিদুল ইসলাম, গাজী সুলতান আহমেদ,কাজী আরিফুল হক ভুলু, রোকনুজ্জামান টিপু, সেকেন্দার আবু জাফর বাবু, জাহাঙ্গীর হোসেন শফিকুল ইসলাম, কে এম শাহিনুর রহমান, মোস্তাফিজুর রহমান রেন্টু,তাপস সরকার তরিকুল ইসলাম প্রমুখ।