আইন আদালতলিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজকে ডিসির বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর বদলীজনিত কারণে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিসে ফুল ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন ধরণের বই উপহার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, এনডিসি পলাশ আহমেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রিট প্রণয় বিশ্বাস, এস এম আকাশ, এডিএম রিপন বিশ্বাসসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন পদস্থ কর্মকর্তা।

এ সময় উভয়ের মধ্যে বিদায়ী কুশল বিনিময় ও আইনের মাধ্যমে মানুষের সেবা প্রদান। সাতক্ষীরার মানুষের সাভাবিক জীবন মানোন্নয়নসহ দেশের প্রতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে দেশ সেবায় নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *