সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষাকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বিকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সার্টিফিকেট প্রদান কালে বলেন, শিক্ষকরা দেশ গড়ার কারিগর। ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষা প্রসারে সর্বাধিক ভূমিকা রাখছে। আপনারা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিবেন। ইসলাম সকল মানুষের জীবন ব্যবস্থা। বর্তমান সরকার ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য কাজ করছে। ভালো কাজ করলে সফল হবে। কেউ বিপথগামী হলে ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মুফতি আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন,ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবুল কালাম, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার আল মামুন প্রমুখ।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সকল উপজেলার ফিল্ড সুপারভাইজার ও দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *