বিষ্ণুপুর সংস্কৃতিক পরিষদে জেলা শিল্পকলা একাডেমির ডিপ্লোমা কোর্সের পরীক্ষা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে” সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে ডিপ্লোমা কোর্সের সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন- ২০২৪ এর বার্ষিক পরীক্ষার প্রথম শাখা কেন্দ্র হিসেবে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদে ৪৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিষ্ণুপুর ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শান্তিপূর্ণভাবে ডিপ্লোমা কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক নয়ন ভট্টাচার্য, শংকর ব্যানার্জি সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর লুৎফর রহমানন, সাধারণ সম্পাদক মৃন্ময় সরদার (মধু), সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরদার, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরদার, আকাশ বৈদ্য, বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক পংকজ সরকার, অরূপ মন্ডল, অভিজিৎ সরদারসহ সংস্কৃতিক পরিষদের সিনিয়র সদস্য তুষার সরদার, অপু মন্ডল প্রমূখ।