পলাশপোলে জমিজমা বিরোধে মারপিটে আহত-৫
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পলাশপোলে জমিজমা বিরোধে একই পরিবারের ৪ জন সহ ৫জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় শহরের উত্তর পলাশপোলের চৌরঙ্গী মোড় এলাকায়। এঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের উত্তর পলাশপোলের চৌরঙ্গী মোড় এলাকার গয়েছ উদ্দীনের ছেলে রজব আলী (৫২), তার মেয়ে তাছলিমা খাতুন (রিংকি), মৃত সাবের হোসেনের মেয়ে রাহেলা খাতুন, রজব আলীর জামাই মনিরুল ইসলাম জমিজমার জেরে দা, রড, লাঠি নিয়ে প্রতিপক্ষদের ব্যাপক মারপিট ও কুপিয়ে আহত করে। এতে একই এলাকার আবুল হোসেনের ছেলে বাদি আসিফ হোসেন, পিতা আবুল হোসেন, মাতা আমেনা খাতুন, ভাই রিয়াদ হোসেন ও প্রতিবেশী তফিকুল ইসলাম অভি আহত হয়। তবে আসিফ ও অভির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার আসিফ বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।