সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও ৫০০ পিস ইয়াবা জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা এবং কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিচ ইয়াবা ও প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (১৮ ডিসেম্বর) ৩৩ বিজিবি’র কুশখালী, বৈকারী, ঝাউডাংগা, ভোমরা, তলুইগাছা, কাকডাংগা ও চান্দুরিয়া বিওপির অধিনস্থ এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও ভারতীয় মালামাল আটক করে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সুত্রে জানা যায়, কুশখালী বিওপির একটি আভিযানিক দল সদর থানাধীন শ্মশান নামক স্থান থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার নতুন পাড়া নামক স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী কওে ৫০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহলদল সদর থানার ঝাউডাংগা চেকপোষ্টে তল্লাশী করে ৪৮হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও বিভিন্ন খাদ্য সামগ্রী আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার চৌরঙ্গী নামক স্থান থেকে ৪ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও থ্রি-পিস আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার ফলমোড় নামক স্থান থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।
কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার খাঁসপূর যাত্রী ছাউনী নামক স্থান থেকে ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। এছাড়া চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কাঁদপুর আমবাগান নামক স্থান থেকে ৬ বোতল ভারতীয় মদ এবং ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি অধিনায়ক জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও
উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।