সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই যুবক নিহত
স্টাফ রিপোর্টার: ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরা – যশোর সড়কের মাধবকাটি ঠিকানা ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয়(২০) ও সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তানজিমুল হোসেন শিহাব(১৮)।
নিহতের স্বজনরা জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বিকেল তিনটার দিকে মটর সাইকেলে ঝাউডাঙা থেকে বাড়ি ফিরছিলো। তারা মাধবকাটি এলাকার ঠিকানা ব্রিকস এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক তাদের মটর সাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জয় ও শিহাব মারা যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে আসছিল। এ সময় কলারোয়ার দিক থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি তার সাইড দিয়ে চলছিল। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।