সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কাবাডি টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খান লিপি’র সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস,সহকারী শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জুলফিকার আলী, নিত্যানন্দ সরকার ,কামরুন নাহার , সাবিরা সুলতানা , মুসলিমা খাতুন, শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।।