জীবনযাপনসদর

বিজয় দিবসে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পুষ্পস্তাবক অর্পন

প্রেস বিজ্ঞপ্তি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছরের ন্যায় এ বছর ও বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা যথাযথ মর্যাদার সাথে পালন করার উদ্যোগ গ্রহন করে। সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা পুষ্পস্তাবক অর্পন করে।

পুষ্পস্তাবক অর্পন অংশ গ্রহন করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎন্সা দত্ত, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন নাজরানা বেবী, নাছিমা নাছরিন, ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও বিভিন্ন পাড়া কমিটির নেতৃবৃন্দ।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। পাকিস্তানী হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্নসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানী বাহিনী এই আত্নসমপূণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানী শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিস্পেষনের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। বাঙালি জাতি পায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *