খেলাধূলাজীবনযাপনসদর

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদরের ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে রবিবার বিকালে আগরদাঁড়ী ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধাঃ সম্পাদক ও সহ সমন্বয়ক বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীয়া প্রেমিক। এদেশে তার মাধ্যমে বহু ক্লাব গড়ে উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোকো বেঁচে থাকলে দেশের ক্রীড়াঙ্গন বহুদূর এগিয়ে যেত। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।

আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের আহহ্বায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান হাদী, জেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম (নান্টা), জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স।

উপস্থিত ছিলেন ছাত্রদলের এস কে এম আবু রায়হান, স্বেচ্ছাসেবক দলের নেতা শিপলু, যুবদলের নেতা মীর তাজুল ইসলাম রিপন, দেলোয়ার হোসেন, মনজুরুল আলম বাপ্পী প্রমুখ।

জগন্নাথপুর অনির্বাণ যুব সংঘ ও আগরদাঁড়ী সিরাজ ক্রিকেট একাডেমির মধ্যকার খেলায় উভয় দল ৮৫ রান করেন। পরে সুপার ওভারে খেলায় জগন্নাথপুর অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *