তালার সরুলিয়ায় জেলা তথ্য অফিসের কমিউনিটি ডায়ালগ
তালার সরুলিয়ায় জেলা তথ্য অফিসের কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বাইগুনী গ্রামে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায়, ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কমিউনিটি ডায়ালগে আলোচনা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম।
জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান সহকারী মোঃ জসিম উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী অপর্না রানী দাস।
এ কমিউনিটি ডায়ালগে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।