আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সাতক্ষীরার কর্মসূচি
স্টাফ রিপোর্টার: আগামীকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন, সকল উপজেলা প্রশাসন, সরকারের অন্যান্য দপ্তর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং বেসরকারি উন্নয়ন সংগঠন জাতীয় কর্মসূচি সাথে মিল রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় লক্ষ্য নিয়ে জেলার গুরুত্বপূর্ণ জনবল স্থানে ব্যানার টানানো ও ও স্বস্ব প্রতিষ্ঠানে ড্রপডাউন ঝুলানো হয়েছে, জেলা তথ্য অফিস ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। ৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে ও জাতীয় পরিবেশের সাথে সাথে জাতীয় ও দুদক পতাকা উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচির শুভ উদ্ভোধন ও আনুষ্ঠানিক ঘোষণা হবে। সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটে সকল সরকারী-বেসরকারী সংস্থা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিএনসিসি, গার্লস গাইড, স্কাউটদের অংশগ্রহণে মানববন্ধন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিবসটি গুরুত্বে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সন্ধ্যা ৬টা থেকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জনবহুল স্থানে জেলা তথ্য অফিসের সহায়তায় দুর্নীতি দমন, প্রতিরোধ ও শিক্ষা মূলক প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি সফল ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান হয়েছে।