অনলাইনজীবনযাপনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

স্বজন’র পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আছিয়াকে সহায়তা

প্রেস বিজ্ঞপ্তি: সামাজিক সংগঠন ‘স্বজন’র পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আছিয়াকে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) রাত ৯ টায় স্বজন’র অস্থায়ী কার্যালয়ে শিশু আছিয়ার পিতার হাতে এ সহায়তা তুলে স্বজন’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আলতামুন, সহ-সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্ম সম্পাদক সরদার আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা গ্রামের দিনমজুর আনারুল ইসলামের ৫ বছর বয়সী শিশু আছিয়া খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শিশুকন্যার চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর পিতা আরো অসহায় হয়ে পড়েছেন। এমনকি দুবেলা দু’মুঠো ভাতও ঠিকমত খেতে পারছেন না। সংবাদ পেয়ে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টি স্বজন সংগঠনের সদস্যরা জানতে পেরে কিছু অর্থ সহায়তা করেন। এসময় শিশুটির পিতার হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আছিয়াকে সাহায্য পাঠাতে ০১৭৬১২৭২১৯১ (বিকাশ ও নগদ) নম্বরে শিশুর পিতা আনারুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *