কালিগঞ্জে দুর্বৃত্তের আগুন কেড়ে নিল কৃষকের লক্ষ টাকার স্বপ্ন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: অসহায় এক কৃষক ধার দেনা করে বর্গা নেওয়া ৬ বিঘা জমিতে লাগানো পাকা ধানের বিচুলি গাদায় রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লক্ষ টাকার স্বপ্ন কেড়ে নিয়েছে, নিয়েছে মুখের হাসি।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার( ৬ ডিসেম্বর) গভীর রাতে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের পাউখালী বিলে।
এ ব্যাপারে দেয়া গ্রামের মৃত মনসুর গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মনিরুল ইসলাম ওরফে বাবু বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পরপরই খবর পেয়ে ভোর রাতে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ঘটনাস্থলে গেলেও কোন দুর্বৃত্তদের খোঁজ মিলেন। তবে ভুক্তভোগী কৃষক মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান শীতলপুর গ্রামের মৃত খোদাবক্স গাইনের নিকট থেকে ৬ বিঘা জমি বর্গা চাষের জন্য লিজ নেয়। উক্ত জমিতে লাগানো ধান কেটে জমির মাঠে বিচুলি গাদা করে রেখেছিল। কে বা কাহারা ওই বিচিলি গাদায় রাত আনুমানিক ২ টার দিকে আগুন দিয়ে পুড়িয়ে তার স্বপ্ন ও মুখের হাসি কেড়ে নেয়।
খবর পেয়ে ভোরে জমিতে এসে পরিবারের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তবে তাদের আকাঙ্ক্ষা পূর্বের বর্গা চাষীকে এ বছর জমি না দেওয়ায় প্রতিশোধ নিতে এ ঘটানো ঘটাতে পারে।