কালিগঞ্জ

কালিগঞ্জের নলতায় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: জেলার কালিগঞ্জ উপজেলার বাগ নলতা গ্রামে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল থেকে বাগনলতা যুব সংঘের আয়োজনে লং জাম্প, মোরগ লড়াই, লাফ দঁড়ি, চকলেট দৌঁড়, হাড়ি ভাঙ্গা, হাঁস তাড়ানো, সুই সুঁতা পরানো, বাসকেট বল, ক্রিকেট খেলা, রাতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

যুব সংঘের সদস্য শারাফাত জানান, আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ এই আয়োজনটি করে এসেছি, এবারো তার ব্যতিক্রম নয়। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দায়িত্বে জুয়েল, অপু, আবু হাসান, রাশিদুল, নাজমুল, সালাম সহ সকল সদস্যরা অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে সহযোগিতা ও খেলায় অংশ গ্রহণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার যুবকদের পরিবেশনায় “সালাম কেন দুবাই ফেরত” নামে নাটক সহ নলতা উদয়ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় গান, নৃত্য, কৌতুক অনুষ্ঠিত হয়েছে। পরে সারা দিনের সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *