সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশনের কমিটি গঠন: সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রাশি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশনের এক সভা শুক্রবার সন্ধ্যায় কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সভায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম কামরুজ্জামানকে সভাপতি ও মো: রাশেদুজ্জামান রাশিকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশন গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রতিষ্টাতা সভাপতি এড. গোলাম মোস্তফা।

সভায় এলপি গ্যাস ব্যবসায়ীক স্বার্থসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোশিয়েশনের নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শামিমা পারভিন রত্মা, যুগ্ন-সাধারন সম্পাদক আহছান উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ মো: সবুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক ডা: মো: শাহিনুর আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- এড. গোলাম মোস্তফা, নিলুফা আক্তার রিতা, শেখ রাজিব, শেখ তানভীর হোসেন, মো: রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল, মো: আসাদুল ইসলাম, দোস্ত মাহাবুব, স.ম আবু ওবাইদুল্লাহ ও মো: সাহেব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *