কলারোয়াশিক্ষাঙ্গন

চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কলারোয়ার চন্দনপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর পদত্যাগ ও শিক্ষকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১টায় কলারোয়া উপজেলার চন্দনপুরে বিদ্যালয়ের সামনে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, মাসুম বিল্লাহ, সাহামিনা আক্তার লতা, পার্থ সারথী মজুমদার, শিক্ষার্থী সমন্বয়ক বায়জিদ, আজমীর, লাবিব, প্রভয় ও তাজাল্লীসহ কয়েকজন অভিভাবক বক্তব্য রাখেন।

বক্তরা, প্রধান শিক্ষক আনছার আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, যৗেন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগ ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের নামের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *