অপরাধআইন আদালতদেবহাটা

দেবহাটায় ১শ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী আ/ট/ক

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ১শ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ীকে আ/ট/ক করেছে পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আ/ট/ক করাহয়।

আ/ট/ককৃতরা হলেন দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারী গাজীর ছেলে আল আমিন (২৫)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই রিয়াজুল ইসলাম সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১, তাং-০১/১২/২০২৪ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করাহয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলি জানান, ১০০ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *