সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বাকাল, তলুইগাছা ও কাকডাঙ্গা, বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল জব্দ করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দেয়া ড্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন হাড়দ্দহা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন আইসিপি চেকপোস্ট নামক স্থান হতে ৭১ হাজার ৪৬০ টাকা মূল্যের ভারতীয় পাটের সুতুলির গুটি আটক করে। বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল বাকাল চেকপোস্ট হতে ৬ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্স আটক করে। তলূইগাছা বিওপির দুইটি পৃথক আভিযানিক দল সদর থানাধীন খালপাড়া ও চৌরঙ্গি মোড় হতে ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং থ্রি পিস আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার ভাদিয়ালী মাঠ হতে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কম্বল আটক করে।
বিজিবির অধিনায়ক আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত সর্বমোট ২ লাখ ৫৭ হাজার ৩১০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ভারতীয় মালামাল আটক করে তা সাতক্ষীরা কাস্টমস এ জমা করে।