শ্যামনগরে দুর্যোগঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি: উপকুলীয় উপজেলা শ্যামনগরে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের পরিচালনায় সাইক্লোন রেমাল আর্লি রিকভারি রেসপন্স কার্যক্রম ২০২৪ বিষয়ক গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মশালা ও সরেজমিন তথ্য প্রস্তাবিত কর্ম পরিকল্পিনা নিয়ে কর্মশালায় উপস্থাপন ও প্রাসঙ্গিক আলোচনা করেন- সুশীলনের উপ-পরিচালক মনিরুজ্জামান মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস অফিসার তুষার কান্তি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী ইমরান হোসেন, উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রকল্পটি ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা ৪টি ইউনিয়নের জনধারণের জন্য সুফল বয়ে নিয়ে আসবে।