কলারোয়া

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সমন্বয় সভা

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের   বলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,  ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী  (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে  “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’  প্রকল্পের    কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।  তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে  অতিদ্রুত সুষ্ঠ  বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব।  এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে।  একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।

সভাপতি আরও বলেন,  গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং  সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সভায়,  গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকরী করতে কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার  অনুরোধ করা হয়।

গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরে আলমের

সঞ্চালনা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন,  কমিটির সদস্য  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া, হেলাতলা ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি,  বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’  প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *